৫১ দিনে মা-ছেলের ১৭০০০ মাইল ভ্রমণ!

ডা. মিত্রা সতীশ ও তার ছেলে নারায়ণ। এই দুই মায়ে বেটায় মিলে ভ্রমণ দুনিয়ায় গল্প করার মতো এক কীর্তি করে ফেলেছেন। তারা দুজনে মিলে ৫১ দিনে ১৭ হাজার মাইল পাড়ি দিয়েছেন। এই ভ্রমণ পথে তারা ভারতের কেন্দ্র শাসিত ৬ টি অঞ্চলসহ ২৮টি রাজ্য অতিক্রম করেছেন। স্মৃতির ঝুলিতে জমা করেছেন অসংখ্য গল্প ও রোমাঞ্চকর অভিজ্ঞতা।

পেশায় ডাক্তার মিত্রা প্রথমে সলো ট্রাভেল অর্থাৎ একলা ভ্রমণের পরিকল্পনা করেন। তার উদ্দেশ্য ছিল ভারতের আনোচে কানাচে যে সব অদেখা সৌন্দর্য লুকিয়ে আছে তা দেখা। যাওয়ার আগে বেঁকে বসে ছেলে। বায়না ধরে মায়ের সঙ্গে যাবে। মিত্রারও মনের কোনে উঁকে দেয় যাক না ছেলে। তাকেও ঘুরিয়ে দেখাই অদেখা অজানা সব।

এই ট্রিপে মিত্রার সঙ্গে আরও কয়েকজন বন্ধুদের যাওয়ার কথা ছিলো। তবে মহামারি করোনা আসতেই তারা যাওয়া বাতিল করে। এরপর ছেলেকে সঙ্গে নিয়েই ভ্রমণে বেরিয়ে পড়ি। তারা এই ভ্রমণে ভারতের বিখ্যাত সব স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্য দেখার পাশাপাশি ভারতের ২৮টি রাজ্যের বিভিন্ন গ্রাম, ঐতিহ্য, গৌরবময় শিল্প, কারুশিল্প ও সংস্কৃতি দেখেছে। 

ভ্রমণে যাওয়ার আগে ডা. মিত্রা নিজেকে এবং সন্তানকে সুরক্ষিত রাখতে নানা ধরনের কৌশলের পাশাপাশি তাদের গাড়ির সুরক্ষার জন্য গাড়ির রক্ষণাবেক্ষণ, টায়ার পরিবর্তন, বায়ুচাপ পরীক্ষা করা ইত্যাদির প্রাথমিক বিষয়গুলো খুব ভালো ভাবে রপ্ত করেন। অর্থাৎ সবকিছু বিচার-বিশ্লেষণ করে তবেই ছেলেকে নিয়ে ভ্রমণে গিয়েছিলেন তিনি। 

কেরেলা নিবাসী ডা. মিত্রা বলেন, ‘এই ভ্রমণ আমার ছেলেকে যে ধরনের অভিজ্ঞতা দিয়েছে তা অতুলনীয়। ভারতের ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক স্থান ইত্যাদি নিজ চোখে দেখেছে নারায়ণ। বিভিন্ন রাজ্য ও গ্রামের মানুষের আচার-ব্যবহার, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প, রান্না- সব বিষয়েই আমরা মা-ছেলে অভিজ্ঞতা অর্জন করেছি। যা আমাদের জ্ঞানের সীমা আরও বাড়িয়ে দিয়েছে।’

কেরালা থেকে তারা যাত্রা  শুরু করে একে একে জম্মু-কাশ্মির হয়ে উত্তরাখণ্ড, দেরাদুন, জয়পুর, উত্তর প্রদেশ, উজ্জয়িন, গুজরাট, মহারাষ্ট্র, কোলকাতা, কোচি, ৫১ দিনে ১৭০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবার গোয়াতে ফিরে আসে। 

ডা. মিত্রা বলেন, ‘নারী হয়ে ১০ বছরের ছেলেকে নিয়ে ভারত ভ্রমণে বেড়িয়ে আমি কখনোই ভয় বা দুর্বল বোধ করিনি। আমি সর্বদা নিয়ন্ত্রণে রেখেছিলাম নিজেকে। যদিও কয়েকবার ভুল পথে বাঁক নিয়েছিলাম। তবে এ ভ্রমণে আমাদের খারাপ কোনো অভিজ্ঞতার শরনাপন্ন হতে হয়নি।’

এই নারী অন্যদেরকেও এ ধরনের ট্রিপে বের হওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘এমন অ্যাডভেঞ্চার আপনাকে জীবন সম্পর্কে অনেক কিছু শেখাবে। যদি আপনার সন্তানদের সঙ্গে নিতে পারেন তাহলে আপনি তাদের মানসিক বিকাশ আরও তরান্বিত হবে।’

এমন ট্রিপে যাওয়ার আগে ডা. মিত্রার পরামর্শ: 

>> প্রতিদিন সকালে যাত্রা শুরু করেছেন ও সূর্যাস্তের মধ্যেই গাড়ি চালানো বন্ধ করেছেন তিনি।
>> স্থানীয়দের কাছেই হোমস্টে খুঁজুন। এটি আপনার ভ্রমণের অভিজ্ঞতা বাড়াবে ও নিরাপদে থাকবেন।
>> গাড়ির ফিটিংস অবশ্যই ঠিক রাখতে হবে। আপনি যদি এসব বিষয়ে পারদর্শী না হন তাহলে গাড়ি বন্ধ হলে কারও সাহায্য নিন। গাড়িতে অতিরিক্ত চাকা রাখারও পরামর্শ দেন ডা. মিত্রা।
>> আপনার সন্তানকে সঙ্গে নিতে দ্বিধা করবেন না। তারা নতুন পরিবেশে বেশি কিছু জানতেও শিখতে পারে।
>> একক নারী ভ্রমণকারীদের জন্য ভারত নিরাপদ। ট্রিপে বের হওয়ার আগে এর জন্য দরকার সূক্ষ্ম পরিকল্পনা ও পটভূমি গবেষণা।

 

সূত্র-বেটার ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া ও জাগো নিউজ 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

আমাদের সাবস্ক্রাইব করুন
Please log in to share your opinion

Related Posts

আমাদের সাবস্ক্রাইব করুন