সুন্দরবন ভ্রমণের টিকিট কেনা যাবে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে

পর্যটকদের জন্য সুন্দরবন ভ্রমণ আরও সহজ করার উদ্যোগ নিয়েছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই অনলাইনে টিকিট কিনতে পারবেন পর্যটকরা।মোবাইল ব্যাংকিং কিংবা ভিসা ও ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্ধারিত ফি জমা দিয়ে অগ্রিম টিকিট ক্রয় করা যাবে। এ জন্য রোববার (৬ মার্চ) পরীক্ষামূলকভাবে ওয়েবসাইট ও অ্যাপস চালু করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। ওয়েবসাইটটিতে সুন্দরবনের দর্শনীয় স্থানের পরিচিতি ও ‍গুরুত্ব তুলে ধরা হয়েছে।


আগামী সপ্তাহে ওয়েবসাইটটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে বলে জানিয়েছেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, সবার জন্য সহজীকরণের উদ্যোগ হিসেবে প্রধানমন্ত্রীর দফতরের এ টু আই প্রকল্পের আওতায় এ ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সুন্দরবনের পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টদের ওয়েবসাইটটি দেখানো হয়েছে। কিছু ছোট সংশোধনীর প্রস্তাব আমরা পেয়েছি। সেগুলো জানানো হয়েছে। এগুলো সংশোধন করে আগামী সপ্তাহেই পূর্ণাঙ্গভাবে ওয়েবসাইটটি চালু করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

আমাদের সাবস্ক্রাইব করুন
Please log in to share your opinion

Related Posts

আমাদের সাবস্ক্রাইব করুন