ভয়ংকর খেলা বো তায়োশি

জাপান। প্রশান্ত মহাসাগরের একদম পূর্ব কোণে অসংখ্য দ্বীপ নিয়ে গড়ে ওঠা ছোট্ট একটি দেশ। প্রযুক্তির মুন্সিয়ানায় গোটা বিশ্বকে যেমন মাতিয়ে রেখেছে  জাপানিরা তেমনি শিল্প-সাহিত্যে,চিত্রকলা কিংবা ক্রীড়া ক্ষেত্রে তাদের বিচরণ ঈর্ষণীয়। সূর্যোদয়ের দেশ জাপানে এমন কিছু অদ্ভুত এবং ঐতিহ্যবাহী খেলা দেখা যায় যা অন্য কোন দেশে দেখা যায় না। বো তায়োশি এমনই একটি মজার খেলা।

বর্হিবিশ্বে হেপবার্ণ বা পোল টপলিং নামে পরিচিত এই খেলায় মোট ১৫০ জন খেলোয়াড় দুই দলে ভাগ হয়ে খেলায় অংশ গ্রহণ করে। প্রতি দলে ৭৫ জন করে খেলোয়াড় থাকে। এক পক্ষে থাকে আক্রমণকারী খেলোয়াড় এবং অন্য পক্ষে থাকে প্রতিরোধকারী খেলোয়াড়।

উভয় পক্ষের মধ্যে একটি পোল দখলের লড়াই চলে। ষোল ফুট দীর্ঘ এই পোলটি দখলের জন্য উভয় দলের খেলোয়াড়েরা প্রাণান্তকর প্রচেষ্টা চালায়। পোল দখলের এই লড়াইয়ে তারা প্রতিপক্ষের খেলোয়াড়কে শারিরীকভাবে আঘাত করতে কুন্ঠাবোধ করেনা। তবে শুধু পোল দখল করলেই হবে না সেটিকে ভূমির সাথে ৩০ ডিগ্রী কোণে বাকালেই তাদেরকে বিজয়ী ঘোষনা করা হবে।

ফলে বো তায়োশি খেলা দেখতে যতটা মজার খেলতে কিন্তু ততটা মজার নয়। কারণ ভংকর এই খেলায় অনায়াসে খেলয়াড়ের হাত-পা ভেঙ্গে যেতে পারে এমনকি মৃত্যুও হতে পারে। তবে খেলাটি যতই ভয়ংকর হোক না কেন জাপানে কিন্তু এটি ভীষণ জনপ্রিয়। প্রতিবছর জাপানের স্কুল গুলোতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় এই খেলাটি খেলা হয়।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

আমাদের সাবস্ক্রাইব করুন
Please log in to share your opinion

Related Posts

আমাদের সাবস্ক্রাইব করুন