ভারতে বেড়াতে যাওয়া পর্যটকদের কাছে যে কারণে কেরালা সবচেয়ে প্রিয়

কাশ্মীর থেকে কন্যাকুমারী, পর্যটনস্থলের অভাব নেই ভারতে। কিন্তু তার সঙ্গে সমান গুরুত্বপূর্ণ বিষয়টি হল কোন রাজ্য সবচেয়ে বেশি পর্যটক টানছে।  জানেন কি পর্যটক আথিতিয়তায় ভারতের কোন রাজ্য সবচেয়ে এগিয়ে? 

বিশ্বখ্যাত একটি পর্যটন সংস্থা প্রতি বছর সারা পৃথিবীর বিভিন্ন দেশে পর্যটন সংক্রান্ত একটি সমীক্ষা চালায়। এই বছরও তাঁর ব্যতিক্রম হয়নি। প্রায় ২৩ কোটি ২ লক্ষ মানুষের মতামতের ভিত্তিতে করা এই সমীক্ষায় উঠে এসেছে, পর্যটকদের চোখে আতিথিয়তায় শ্রেষ্ঠ একাধিক পর্যটন স্থলের নাম। আর এই নিয়ে টানা চার বার ভারতবর্ষের রাজ্যগুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে কেরলা 

এই তালিকায় কেরলের পরেই রয়েছে যথাক্রমে গোয়া, পন্ডেচিরি, রাজস্থান ও হিমাচলপ্রদেশ। আতিথেয়তায় এগিয়ে থাকা প্রথম পাঁচটি শহরের মধ্যে তিনটিই রয়েছে কেরলায় এবং দু’টি রয়েছে গোয়াতে। বিশেষজ্ঞদের মতে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে আপন করার প্রবণতা, উদার খাদ্যাভ্যাস, নারী সুরক্ষা, সুস্থ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশবান্ধব পর্যটন নীতির মতো বিষয়ে এগিয়ে থাকার জন্যই পর্যটকদের কাছে ক্রমে কদর বাড়ছে কেরালার। 


 
 

এ সম্পর্কিত আরও পড়ুন

আমাদের সাবস্ক্রাইব করুন
Please log in to share your opinion

Related Posts

আমাদের সাবস্ক্রাইব করুন