দেশের যে স্থানে মানুষের ছায়া পড়ে না!

দেবাশীষ By দেবাশীষ - 22 December, 2021

কোনরুপ বৈজ্ঞানিক ব্যাখ্যা বা জটিল হিসাব নিকাশে না গিয়ে সাধারণভাবে বলা যায় রোদে দাঁড়ালে মাটিতে যে কোন বস্তুর ছায়া দেখতে পাওয়া যায়। বিশ্বের যে কোনো সময় যে কোনো স্থানে যে কোন সময় সূর্যের আলোয় ছায়া তৈরি হবেই। তবে শুনলে অবাক হবেন চিরন্তন এই সত্যটি পৃথিবীর সব জায়গায় কাজ করে না।কি অবাক হচ্ছেন নিশ্চয়ই? 

তবে আসুন অবাক হওয়ার পালা বাদ দিয়ে একটু খানি বৈজ্ঞানিক ব্যাখায় মন দেয়া যাক। বিজ্ঞানীরা যে কোনো ভৌগলিক স্থান শনাক্ত কিংবা নির্দিষ্ট করতে অক্ষাংশ কিংবা দ্রাঘিমাংশ দিয়ে পৃথিবীকে কয়েকটি রেখায় ভাগ করেছেন। পৃথিবীর পূর্ব-পশ্চিম বিস্তৃত ৩টি রেখার নাম কর্কটক্রান্তি, মকরক্রান্তি ও বিষুবরেখা। আর পৃথিবীর উত্তর-দক্ষিণ বরাবর ০ ডিগ্রি, ৯০ ডিগ্রি, ১৮০ ডিগ্রি ও ২৭০ ডিগ্রি দ্রাঘিমা নামে আরও ৪ টি রেখা রয়েছে। এই ৪টি উত্তর-দক্ষিণ রেখা ও ৩টি পূর্ব-পশ্চিম রেখা সবমিলিয়ে মোট ১২টি স্থানে পৃথিবীকে ছেদ করেছে।

এই ১২ বিন্দুর ১০টিই পড়েছে সাগর আর মহাসাগরে। আর ২টি পড়েছে পৃথিবীর স্থলভাগে। স্থলভাগের ১টি পড়েছে সাহারা মরুভূমিতে, যেখানে মানুষ সবসময় যেতে পারেনা। আরেকটির কথা জেনে অবাক হবেন বৈকি। কারণ স্থানটি পড়েছে বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গার সদরপুর উপজেলায়। সতত্যা যাচাই করতে গুগল আর্থেও খোঁজ করতে পারেন। আপনার মোবাইল থেকে গুগল আর্থে গিয়ে 23.5N90E লিখে সার্চ দিলে কর্কটক্রান্তি দ্রাঘিমাকে কোথায় ছেদ করেছে তা আপনি সরাসরি দেখতে পারবেন।

পৃথিবীর যে কোনো স্থানে সূর্যের আলোয় আপনার ছায়া তৈরি হলেও এই স্থানটিতে হবে না। তবে তা সারা বছরের জন্য নয়। মাত্র একদিনই এমনটা হয়ে থাকে। বছরের একটি বিশেষ দিনে এই স্থানে সূর্যের আলোয় আপনার কোনো ছায়া তৈরি হবে না। প্রতিবছরের ২১শে জুন দুপুর ১২টায় এই অঞ্চলে কারও ছায়া পড়ে না মাটিতে। আকাশ মেঘমুক্ত এবং সূর্য ঠিক তার মাথার উপরে থাকলেও কারোর ছায়া পড়বে না। যে ঘটনা পৃথিবীর আর কোথাও দেখা যায় না।

এ কারণে অঞ্চলটিতে ২১ জুন দুপুরে এখানে ভিড় জমায় রোমাঞ্চপ্রিয় হাজারো মানুষ। সবাই পেতে চায় ভিন্ন এক অভিজ্ঞতা। চাইলে আপনিও নিতে পারেন এই রোমাঞ্চকর অভিজ্ঞতা। নির্দিষ্ট দিনে চলে যান ফরিদপুর জেলার ভাঙ্গার সদরপুর উপজেলায়।।

এ সম্পর্কিত আরও পড়ুন

আমাদের সাবস্ক্রাইব করুন
Please log in to share your opinion

Related Posts

আমাদের সাবস্ক্রাইব করুন