কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। সারা বছর এখানে ভ্রমণ প্রেমী মানুষের ভীড় লেগে থাকে। ছুটির দিন গুলোতে এই ভীড় আরও বেড়ে যায়। কক্সবাজারে ট্যুরিস্টদের হয়রানির অভিযোগ অনেক পুরনো। বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এই হয়রানি রোধে কাজ করে যাচ্ছে। সৈকতে পর্যটকদের নিরাপত্তা বিধানে আছে ট্যুরিস্ট পুলিশ ও সৈকত ব্যবস্থাপনা কমিটির নিজস্ব কর্মীর দলও। জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে সৈকত ব্যবস্থাপনার দায়িত্বে সার্বক্ষণিক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও আছেন।
সমুদ্র সৈকতে কিটকটে বসা, সমুদ্রে নামা ও বিচ পরিচ্ছন্নতার বিষয়ে পর্যটকদের জন্য পরামর্শমূলক কিছু টিপস দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
>> কিটকটে বসার পূর্বে অবশ্যই প্রতি ঘণ্টার ফি সম্পর্কে জেনে নেওয়া।
>> কিটকটে বসে ম্যাসেজ পার্টির মাধ্যমে শরীর ম্যাসাজ করা থেকে বিরত থাকা।
>> গুরুত্বপূর্ণ মালামাল কিটকটে রেখে সমুদ্রের পানিতে না নামা।
>> কিটকটের পেছনে রাখা ডাস্টবিনে, ব্যবহৃত চিপসের প্যাকেট, বাদামের খোসা, চায়ের কাপসহ অন্যান্য আবর্জনা ফেলে পরিচ্ছন্নতা বজায় রাখা।
>> সমুদ্রে নামার আগে অবশ্যই জোয়ার-ভাটার সময়সূচি জেনে নেওয়া।
>> সন্ধ্যার পর সমুদ্রে নামা থেকে বিরত থাকা।
>> যে কোনো ধরনের হয়রানির শিকার হলে তাৎক্ষণিক ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেওয়া।