ইনকা সভ্যতা দেশ পেরু। পেরুর সেচুরা উপকূলীয় মরুভূমির মাঝখানে একটি গ্রাম হুয়াকাচিনা। গ্রামটিতে দেড় শতাধিক মানুষের বসবাস। তপ্ত মরুভূমির মাঝে এই গ্রামটি মানুষের বিস্ময়।কারণ মরুভূমিতে যেখানে প্রাণের অস্তিত্ব খুজে পাওয়া দায় সেখানে রীতিমতো একটি গ্রাম কল্পনাতীত। তবে হুকাচিনায় এসে যেন সব সমীকরণ উল্টে গেছে। এর পেছনে সবচেয়ে বড় অবদান একটি ছোট জলাধারের। সারা বছর এই জলাধারে পানি থাকে।গ্রামটির সবাই পর্যটনের সাথে জড়িত। এখানে পর্যটকদের থাকার জন্য কিছু চমৎকার হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে। সারা পৃথিবী থেকে পর্যটকেরা এখানে ছুটে আসেন। কারণ তপ্ত মরুর বুকে এ যেন স্বর্গ।