চতুর্থ ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সেন্টমার্টিন,থানচি ও রোয়াংছড়িতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
থানচি ও রোয়াংছড়িতে ২৪ ডিসেম্বর শুক্রবার থেকে এ নিষেধাজ্ঞা শুরু হবে। সোমবার ২৭ ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা চলবে। রোববার (২৬ ডিসেম্বর) রোয়াংছড়ি ও থানচির আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দুই উপজেলার মধ্যে থানচির নাফাখুম, বড় পাথর এবং রোয়াংছড়ির দেবতাখুমসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। এসব পর্যটনকেন্দ্রে প্রতিদিনই শত শত পর্যটকের আগমন ঘটে।
জেলা প্রশাসন সূত্র জানায়, রোয়াংছড়িতে ২৫ ও ২৬ ডিসেম্বর—এ দুইদিন ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং নির্বাচনী সহিংসতা এড়াতে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকসহ বহিরাগতদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।