ট্রাভেলগবিডি ডেস্ক
ক্রাইস্ট মকড নামের চিত্রটি ফ্রান্সের ফ্লোরেনটাইনের বিখ্যাত শিল্পী সিমাবিউয়ের আকাঁ। ১৩ শতকের দূর্লভ এই চিত্রটি ফ্রান্সের এক বয়স্ক মহিলার রান্নাঘরে পাওয়া যায়। দীর্ঘকাল বংশ পরম্পরায় সেটি অবহেলিত ভাবে পড়ে ছিল। এ চিত্রকর্মটির নিলামে দাম উঠেছিল ২৪ মিলিয়ন ইউরো অর্থাৎ ২২৫ কোটি টাকা। । তবে ঐতিহ্য রক্ষায় এটি বিক্রির উপর ৩০ মাসের নিষেধাজ্ঞা দেয় ফ্রান্স সরকার। ফ্রান্স সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারীভাবে অর্থ তুলে চিত্রটি কিনে নেওয়া হবে। এরপর তা ল্যুভর জাদুঘরে প্রদর্শন করা হবে।