এই পৃথিবীতে প্রতিনিয়ত রহস্যময় অনেক কিছুই ঘটে। প্রাচীন মানুষ এগুলোকে প্রকৃতি ও দেব-দেবীর শক্তি অথবা অলৌকিক কোনো ঘটনা মনে করতেন। তবে তথ্য প্রযুক্তির এই যুগে এসে এসব রহস্যের জট খুলতে শুরু করেছে। তুরস্কের হেইরাপুলিশ তেমনি এক রহস্যময় স্থান। প্রাচীন এই শহরে একটি মন্দির রয়েছে, যেখানে প্রবেশ করলে কেউ বেঁচে ফেরে না।
এই মন্দিরের প্রবেশদ্বারে একটি ছোট প্রাচীর রয়েছে। সেটি টপকে ভেতরে নেমে গেছে সিঁড়ি। প্রচলিত আছে, যদি কেউ এই সিঁড়ি বেয়ে নিচে মন্দিরের ভেতরে প্রবেশ করেন, তাহলে আর বেঁচে ফেরেন না। স্থানীয়রা মনে করেন, অলৌকিক কোনো কারণেই এমনটা ঘটে।
কিন্তু কী কারণে এই ঘটনা ঘটে তার মূল রহস্য বের করেছেন বিজ্ঞানীরা। গবেষকদের মতে, ভূগর্ভস্থ নানা কারণে এই মন্দিরের ভেতরে প্রচুর কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন হয়। এই গ্যাসের পরিমাণ এতই বেশি যে, কেউ ভেতরে প্রবেশ করলে এটি থেকে নিজেকে রক্ষা করতে পারেন না। ফলে মৃত্যুর কোলে ঢলে পড়েন।