দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক জলপ্রপাত ও দ্বিতীয় বৃহত্তম ইকোপার্ক মাধবকুন্ড। বন মন্ত্রাণালয়ের উদ্যোগে প্রকৃতির নৈসর্গিক এই সৌন্দর্য উপভোগে প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে ৭০-৮০ ফুট উপর দিয়ে ক্যাবল কার ক্যাবল স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জলপ্রপাত ও আশে পাশের নৈসর্গিক সৌন্দর্য ক্যাবল কারে চড়ে দেখতে পারবেন পর্যটকরা। সেই সঙ্গে মাধবকুন্ড পর্যটকের বিপুল সমাগম বাড়ার পাশাপাশি পর্যটন রাজস্ব খাতে সরকারের আয়ও বাড়বে।