ট্রাভেলগবিডি ডেস্ক
জিম্বাবুয়ের দক্ষিণ মাতাবোলেল্যান্ডের নারীদের স্থাপত্য প্রতিভা সমীহ করার মত। এই প্রতিভাকে তারা মূল্যায়ণ করেন তাদের নারী শক্তির এক জাগরণ হিসেবে। মাতাবেলেল্যান্ডের এক একটি সাধারণ মাটির ঘরকে মাতাবে নারীরা তাদের স্থাপত্য প্রতিভার মাধ্যমে অসাধারণ শিল্পের পর্যায়ে নিয়ে গেছে।
একদিকে আফ্রিকান নকশার আদলে ঘর এবং বাইরে ও ভেতরে নানা রঙে আফ্রিকান ঐতিহ্য আর সংষ্কৃতির ছোঁয়ায় সজ্জিত তাদের অন্দরমহলগুলো। ঘরগুলো দূর থেকে দেখলে যে কেউ সেখানে যেতে চাইবে, কাছ থেকে আরো ভাল করে এর সৌন্দর্য অবলোকনের জন্য ।
অথচ এই অসাধারণ শিল্পকর্ম হয়ে উঠতে পারে জিম্বাবুয়ের দক্ষিণ মাতাবেলেল্যান্ডের দরিদ্র নারীদের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম পন্থা। এখানকার নারীরা তাদের এই বিশেষ গুনকে ছড়িয়ে দেয়ার জন্য জোড় প্রচেষ্টা চলছে। বিশেষ করে আধুনিক আফ্রিকান শহরের বিশাল বিশাল ইমারতের আধুনিক স্থাপত্য নকশার সাথে সম্বন্বয় করে আফ্রিকান নকশার মিলন ঘটানোর এক সুন্দর পরিকল্পনা নিয়ে দেশটি এগিয়ে যাচ্ছে সামনের দিকে।
অভিনন্দন জিম্বাবুয়ের দক্ষিণ মাতাবেলেল্যান্ডের নারীদের। মাতাবেলেল্যান্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরাও কি পারিনা আমাদের অজপাড়াগাঁ-এর দুস্থ নারীদের এধরণের শিল্পকর্মকে আন্তজার্তিক বাজারে ছড়িয়ে দিতে।