বিশ্বের সবচেয়ে বড় সুইমিং পুল

ট্রাভেলগবিডি ডেস্ক সুইমিংপুল বলতে আমরা বুঝি কোন আঁটসাট ঘরে বা উঁচু কোন ভবনের ছাদে কিংবা কোন হোটেল আঙিনার আবদ্ধ জলাশয়। তবে সুইমিংপুলের এই ক্ষুদ্র পরিসরের ধারণাকে ধুয়ে মুছে দিয়েছে চিলির আলগাররোবো শহরের সান আলফোনসো দেল সুইমিং পুলটি। এটাকে সুইমিং পুল না বলে ছোটখাট কৃত্রিম হৃদ বলাই ভাল। প্রায় ২০ একর জায়গা জুড়ে অবস্থিত এই সুইমিং পুলটির দৈর্ঘ্য ৩৩২৪ ফুট। গভীরতা সাড়ে ১১ ফুট। ২০০৬ সালে যখন এটি তৈরি হয় তখন রীতিমতো হইচই পড়ে যায়। কারণ একটি আদর্শ অলিম্পিক সুইমিং পুলের দৈর্ঘ্য যেখানে ১৬৪ ফুট সেখানে এর আয়তন তিন হাজার ফুটেরও বেশি। ফলে ওই সময়ে এটি গিনেজ বুক ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দেয়। এটিকে ঘোষণা করা হয় বিশ্বের সবথেকে বড় সুইমিং পুল হিসেবে। পুলটির আয়তন এতই বড় যে এর মধ্যে অতিথিরা স্বাচ্ছন্দ্যে নৌকা চালিয়ে ঘুরে বেড়ায়।সুইমিং পুলটির অবস্থান চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে সাল আলফোনসো দেলমার রিসোর্টে।

সুমদ্রতট ঘেঁষা এই রিসোর্টের সবচেয়ে বড় আকর্ষণ এই সুইমিং পুলটি। ফার্নান্দো ফিসম্যান নামক এক আবাসন ব্যবসায়ীর মস্তিস্কপ্রসূত ভাবনা এটি।  ১৯৮৬ সালে ফিসম্যান মধ্য চিলির আলগাররোবো সমুদ্র সৈকতে ১৪৮ একর জায়গা জুড়ে একটি হলিডে রিসোর্ট তৈরি করার পরিকল্পনা হাতে নেন। সেই রিসোর্টের আঙিনায় তিনি তৈরি করেন তার স্বপ্নের সুইমিং পুল। এর নির্মাণ কাজ শেষ হয় ২০০৬ সালে। পুলটি নির্মাণে সময় লেগেছিল পাঁচ বছর। আর ব্যয় হয়েছিল ২ বিলিয়ন ইউএস ডলার। সমুদ্রের পানি বিশেষ প্রক্রিয়ায় পরিশোধন করে পুলটিতে ব্যবহার করা হয়। এতে ২৫ কোটি লিটার পানি সংরক্ষিত থাকে। পানি সংরক্ষণে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। সার্বক্ষণিক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পুলটিতে নজরদারি করা হয়। লক্ষ্য রাখা হয় এর পানির তাপমাত্রার দিকে। কারণ চিলির মধ্য উপকূলের সমুদ্রের পানি বেশ ঠান্ডা। পুলটিতে অন্যান্য পুলের তুলনায় অনেক কম রাসায়নিক ব্যবহার করা হয়। এতে পালস পাওয়ার ওয়াটার ট্রিটমেন্ট নামক এক ধরণের প্রযুক্তি ব্যবহার করা হয় যেন পানির তাপমাত্রা ও ব্যাকটেরিয়া-ছত্রাকের বৃদ্ধি নিয়ন্ত্রণে থাকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

আমাদের সাবস্ক্রাইব করুন
Please log in to share your opinion

Related Posts

আমাদের সাবস্ক্রাইব করুন