অন্যান্য বছরের ন্যায় এবারও আয়োজিত হয়েছে বাণিজ্যমেলা। করোনা মহামারীর কারণে বিগত দুই বছর অর্থাৎ ২০২০ ও ২০২১ সালে বাণিজ্যমেলা আয়োজিত না হলেও ২০২২ সালে ২৬তম বারের মতো আয়োজিত হচ্ছে বাণিজ্য মেলা। তবে বাণিজ্য মেলার চিরচেনা সেই ভেন্যু পাল্টে যাচ্ছে। আগারগাঁওয়ের পরিবর্তে এবারের মেলার ভেন্যু হচ্ছে পূর্বাচলের বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টার।
যেভাবে যাবেন
মেলার ভেন্যু পাল্টে যাওয়ায় এবার অনেকেই যাতায়াত নিয়ে বিড়ম্বনায় পড়েছেন। রাজধানীর কুড়িল বিশ্বরোড বাসস্ট্যান্ড থেকে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের দুরত্ব ১৬ কিলোমিটার। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য কুড়িল ফ্লাইওভার থেকে প্রতিদিন ৩০টি বিআরটিসি বাস ও অন্যান্য যাত্রীবাহী বাস চলাচল করবে। ভাড়া জনপ্রতি ৪০ টাকা। নামতে হবে কাঞ্চন ব্রিজে। সেখান থেকে ১০ টাকা রিকশা ভাড়া দিয়ে মেলা প্রাঙ্গণে যেতে হবে।
রাস্তা ফাঁকা থাকলে কুড়িল বিশ্বরোড থেকে মেলায় পৌঁছাতে সময় লাগতে পারে ৫০ মিনিট। তবে যানজট থাকলে সময় বেশি লাগবে। তাই হাতে সময় নিয়ে বের হওয়া ভালো। ব্যক্তিগত গাড়ি নিয়ে গেলে পার্কিংয়ের ঝামেলায় পড়তে হবে না। কারণ যথেষ্ট জায়গা আছে পার্কিংয়ের জন্য।
প্রবেশ ফি
বাণিজ্যমেলা বড়দের জন্য প্রবেশ ফি জনপ্রতি ৪০ টাকা ও শিশুদের জন্য ২০ টাকা। ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ১০টা ও অন্যান্য দিনে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।