প্লেন উঠে যা করবেন না

দেবাশীষ By দেবাশীষ - 25 December, 2021
ভ্রমণের যে কয়টি মাধ্যম আছে তার মধ্যে প্লেন ভ্রমণে সবচেয়ে বেশি নিয়মনীতি মেনে ভ্রমণ করতে হয়। যারা প্রথমবার বিমানে ভ্রমণ করেন বা সচারচর ভ্রমণ করেন না তাদের এসব নিয়মনীতি সম্পর্কে বেশি করে ধারণ রাখতে হয়। কারণ কিছু আদব জানা না থাকলে অজান্তেই অন্য যাত্রীদের বিরক্তির কারণ হতে পারেন আপনি। বিশেষ করে আপনার যদি অতীতে বিমান ভ্রমণের অভিজ্ঞতা না থাকে, তাহলে কিছু নিয়ম আপনার জেনে রাখা জরুরি।

বিমানে ভ্রমণের সময় কিছু প্রয়োজনীয় আচরণ নিয়ে একটি জরিপ চালিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইউগোভ’। ওই গবেষণার ফল প্রকাশ করা হয় ট্রাভেল অ্যান্ড লেজার ওয়েবসাইটে।যুক্তরাষ্ট্রের এক হাজার ২১৯ জন প্রপ্তবয়স্ক নাগরিকের ওপর এই জরিপ চালানো হয় যারা প্রায় প্রতি বছরই বিমান ভ্রমণ করেন। ওই জরিপে কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন গবেষকরা।  

বিমানে বেশি কথা বলা

ইউগোভ জানিয়েছে, ৩৫ শতাংশ বিমানে ভ্রমণকারী এ প্রশ্নের উত্তরে জানান, বিমানে পাশের সিটে বসা যাত্রীর সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা বলাই যায়, তবে এর চেয়ে বেশি না বলাই ভালো।

অন্যদিকে ৩২ শতাংশ যাত্রীর মতে, পাশে বসা যাত্রীর সঙ্গে খুব অল্প আলাপচারিতা করা ঠিক আছে। তবে মাত্র শুধু পাঁচ শতাংশ যাত্রী মনে করেন, বিমানে ভ্রমণের সময় অনেক কথা বলা দোষের কিছু নয়।

কেবিন ক্রুদের সঙ্গে সৌজন্যতা

বিমানে যাত্রীদের সেবায় বিমান বালা বা কেবিন ক্রুরা নিয়োজিত থাকে। তাদের সঙ্গে কথা বলা, খাবার নেয়া কিংবা কোন প্রয়োজনে তাদের ডাকার সময় যথেষ্ট সৌজন্যতা বজায় রাখতে হবে। বিনা প্রয়োজনে তাদের ডেকে গল্প করা কিংবা তাদের কাছে ব্যক্তিগত প্রশ্ন করা একদমই অনুচিত। 

সিট বেশি হেলিয়ে বসা

এই প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ বিমানের যাত্রী এর পক্ষে মত দিয়েছেন। তারা জানান, বিমানে নিজের সুবিধামতো বেশি হেলে বসা অন্যায় কিছু না। তবে বিমানে প্রায় ৩৮ শতাংশ নারী ও ২৯ শতাংশ পুরুষ তাদের সিটে অতিমাত্রায় হেলান দিয়ে বসেন।

গবেষণায় দেখা যায়, এই আচরণের সঙ্গে যাত্রীদের বাৎসরিক আয়ের একটি প্রভাব আছে। যারা বছরে ৮০ হাজার ডলার (প্রায় ৬৮ লাখ টাকা) আয় করেন তারাই এভাবে বসার পক্ষে মত দিয়েছেন। তবে যারা বছরে ৪০ হাজার ডলার আয় করেন তারা এভাবে কম বসেন।

জুতা খুলে বা পা তুলে বসা

এই প্রশ্নের উত্তরে ৫৫ শতাংশ মার্কিনি জানান, বিমানে ভ্রমণের সময় প্রাপ্তবয়স্কদের জুতা খুলে সিটের উপর পা তুলে বসা একেবারেই উচিত নয়। তবে শিশুদের বেলায় এটা স্বাভাবিক ব্যাপার। বিমানে জুতা খুলে পা তুলে বসা দৃষ্টিকটু একটা ব্যাপার।

উচ্চ শব্দে গান শোনা

দীর্ঘ বিমান যাত্রার ক্লান্তি কাটাতে অনেকেই গান শোনা বা টিভি দেখেন। জরিপে অংশ নেয়া সবাই মনে করেন গান শোনা বা টিভি দেখায় সময় অবশ্যই হেড ফোন ব্যবহার করা উচিত। 

বাইরের খাবার প্লেনে ওঠা

এই প্রশ্নের উত্তরে যাত্রীরা জানান, বিমানের ভেতর প্রায় ৬৯ শতাংশ যাত্রী বাইরের খাবারের গন্ধে অনেক সময় বিরক্ত হন। আর যেহেতু প্লেনেই খাবারের ব্যবস্থা থাকে, তাহলে বাইরে থেকে খাবার নেওয়ার দরকারই বা কী!

পোষাপ্রাণী নিয়ে বিমানে ভ্রমণ

যুক্তরাষ্ট্রে পোষাপ্রাণীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কুকুর। ৬৬ শতাংশ যাত্রী মনে করেন, বিমানে কুকুর নিয়ে ভ্রমণ করা দোষের কিছু না। আর ৫২ শতাংশ যাত্রী মনে করেন, ইঁদুর ও বিড়াল নিয়ে বিমানে ভ্রমণ করা যেতে পারেন। তবে বেশির ভাগ যাত্রী এসব প্রাণী নিয়ে ভ্রমণ করার সময় যেন অন্যদের বিরক্তির কারণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন। 

প্লেনে যৌন সম্পর্ক স্থাপন

ইউগোভের গবেষণায় ব্যতিক্রম এ বিষয়টিও উঠে আসে। গবেষণার একটি প্রশ্ন ছিল, বিমানে ব্যক্তিগত মুহূর্ত কাটানোর ব্যাপারে তাদের মতামত কী?

এই উত্তরে মাত্র ৬ শতাংশ বিমানের যাত্রী মনে করেন, এটা হতেই পারে। তবে বিমানে অন্তরঙ্গ মুহূর্ত কাটানো উচিত নয় বলে মত দিয়েছেন ৯৪ শতাংশ মানুষ।

বিমান অবতরণে হাত তালি দেয়া

বিমান অবতরণে করলে অনেকে খুশিতে হাত তালি দেয়। জরিপে অংশ নেয়া বেশিরভাগ লোক মনে করেন এটা একেবারেই ঠিক নয়। 

 

সূত্র: ট্রাভেল অ্যান্ড লেজার/ইউগোভ/জাগো নিউজ/ ট্রাভেল ফ্রিক

এ সম্পর্কিত আরও পড়ুন

আমাদের সাবস্ক্রাইব করুন
Please log in to share your opinion

Related Posts

আমাদের সাবস্ক্রাইব করুন