ধূ ধূ মরুর বুকে ভালোবাসার হ্রদ

ট্রাভেলগবিডি ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ দুবাই। বুর্জ খলিজা থেকে শুরু করে অনেক নান্দনিক স্থাপত্য রয়েছে দেশটিতে। ভ্রমণ পিপাসু পর্যটকদের অন্যতম আকর্ষণের স্থান এটি। সেখানেই মরুর বুকে গড়ে উঠেছে লাভ লেক বা ভালোবাসার হ্রদ। যেদিকেই তাকানো যায় ধু ধু মরুভূমি। জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখা যেখানে কঠিন, এমন শুষ্ক বালি রাশির মাঝেই গড়ে উঠেছে এই হ্রদ।

পাখির চোখে লাভ লেক

আল কুদ্রা মরুদ্যানে ৫৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে এটি অবস্থিত। এই হ্রদ পাশাপাশি দুইটি  হার্ট  আকৃতির। এতে রয়েছে কয়েক হাজার বিভিন্ন গুল্ম প্রজাতির গাছ, ১৬ হাজার বড় ও মাঝারি গাছ এবং হাজার হাজার বিভিন্ন প্রজাতির ফুল গাছ। এছাড়া গাছ দিয়ে ইংরেজি অক্ষরে লাভ লেখাও রয়েছে।

তবে এই হ্রদের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই কমপক্ষে ৫০ মিটার উঁচু থেকে এটি দেখতে হবে। এজন্য ব্যবহার করতে হবে হেলিকপ্টার অথবা ড্রোন। তবে সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি অবশ্যই নিতে হবে। 

লাভ লেকের সদর দরজা

হ্রদটি ২০১৮ সালে নভেম্বরে দর্শনার্থীদের জন্য উন্মোচন করা হয়। শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতোয়াম তার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে এই হ্রদের ছবি প্রকাশ করেন।

মরুর বুকে দেখা মিলবে এমন শান্ত শীতল পরিবেশ

তারপর থেকেই বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের জন্য অন্যতম আকষর্ণীয় স্থান হয়ে ওঠে লাভ লেক ।

 

সূত্র-Risingbd.com

এ সম্পর্কিত আরও পড়ুন

আমাদের সাবস্ক্রাইব করুন
Please log in to share your opinion

Related Posts

আমাদের সাবস্ক্রাইব করুন