দেড়শত বছরেও টিকে আছে কাঠের ব্রিজ

এলিজা বিনতে এলাহী

ইউ ব্যাইন ব্রিজ। গোটা ব্রিজটাই কাঠ দিয়ে তৈরি। আমাদের দেশে সচরাচর ছোট দৈর্ঘ্যরে ব্রিজ দেখে অভ্যস্ত ইউ ব্যাইন তার থেকে সম্পূর্ণ আলাদা। এটি দৈর্ঘ্যে যেমন বিশাল সৌন্দর্য্যে তেমন অপরূপ।  ১০৮৬টি কাঠের খুটির ওপর দাঁড়িয়ে থাকা ইউ ব্যাইন ব্রিজের দৈর্ঘ্য ১ দশমিক ২ কিলোমিটার। ১৮৫০ সালে নির্মিত এই ব্রিজটি বিশ্বের সব থেকে পুরাতন এবং দীর্ঘতম কাঠের তৈরি ব্রিজ। মিয়ানমারের সাবেক রাজধানী অমরাপুরার ত্যাগথামান লেকের ওপর ব্রিজটি ঠাঁই দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে।

তথ্য বলে, বৃটিশ মেয়র ব্যাইন এই ব্রিজ নির্মাণ করেছিলেন। বার্মা ভাষায় ইউ শব্দের অর্থ মি. বা জনাব। অর্থাৎ নির্মাণকারীর নামেই এই ব্রিজের নামকরণ করা হয়েছে। বর্ষার সময় এই ব্রিজটি পুরোপুরি পানিতে ডুবে যায়। ব্রিজ থেকে সূর্যাস্ত দেখার দৃশ্য খুবই মনোরম। স্থানীয় জেলেদের মাছ ধরার নানা কৌশলও ক্যামেরা বন্দি করার মত। সারা বছর এখানে পর্যটকদের ভিড় লেগে থাকলেও জুলাই থেকে আগস্ট পর্যন্ত ইউ ব্যাইন ব্রিজ ভ্রমণের উপযুক্ত সময়।

এ সম্পর্কিত আরও পড়ুন

আমাদের সাবস্ক্রাইব করুন
Please log in to share your opinion

Related Posts

আমাদের সাবস্ক্রাইব করুন