গরুর গাড়ির দৌড়

এহসান-উদ-দৌলা

প্রতিবছর গরুর গাড়ির দৌড়কে কেন্দ্র করে মেয়ে-জামাই আর নাতি-নাতনিরা আসে উৎসব দেখতে। বাড়ির ছাদে বসে উপভোগ করছে পরিবারের সবাই শীতের পড়ন্ত বিকেল। প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ছয়টি গরু মাঠের পূর্ব প্রান্তে থেকে দৌড়ে পশ্চিম প্রান্ত আসছে। তাদের পায়ের খুরের আঘাতে সদ্য ধান কাটা জমি থেকে উড়ছে ধুলো। আর চারদিকে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নারী, পুরুষ, শিশুর উল্লাস ধ্বনিতে মুখরিত হচ্ছে লোকালয়।

১৮ ডিসেম্বর দুপুরে যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের ওসমানপুর মাঠে গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। আমন ধান তোলার পর বিস্তীর্ণ মাঠে মানুষের পদচারণে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে গ্রামবাসী।

গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগিতার মাঠে আশপাশে বসে মেলা। নাগরদোলা, চরকিতে চড়ে আনন্দে মাতে সব বয়সী মানুষ। মাঠজুড়ে নানা পসরা নিয়ে বসেন দোকানিরা। পাঁপড়, বাদাম, চানাচুর, চটপটি, ফুচকা, পিঁয়াজু, চপ, মিষ্টি, গজা, রসগোল্লা, সদরঘাটের বাহারি পান, হাওয়াই মিঠাই, রঙিন বেলুন ছিল শিশুদের হাতে হাতে। দল বেঁধে ছেলেমেয়েরা ঘুরতে থাকে মাঠের এপার থেকে ওপারে। আনন্দোৎসবে মেতে ওঠে গ্রামবাসী।

গ্রামবাংলার গরুর গাড়ির সংখ্যা কমছে। এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে জানান দিতে প্রতিবছর আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। যশোরসহ আশপাশের জেলা থেকে ১৬টি গরুর গাড়ি এই প্রতিযোগিতায় অংশ নেয়। সেখানে থেকে ছবিগুলো তুলেছেন এহসান-উদ-দৌলা।

চরকিতে চড়ে আনন্দে মেতেছে শিশুরা
 

প্রতিবছর গরুর গাড়ির দৌড়কে কেন্দ্র করে মেয়ে-জামাই আর নাতি-নাতনিরা আসে উৎসব দেখতে বাড়ির ছাদে।
 
মেলায় গ্রামীণ ঐতিহ্যের হাতে ঘোরানো নাগরদোলায় চড়ে বড়রাও ফিরে যায় শৈশবে

 

গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিস্তীর্ণ মাঠে বসেছে মেলা
হুররররর...হুরররররর বলে গাড়োয়ান গরুর পিঠে চালাচ্ছিলেন লাঠি। আর লাঠির আঘাতে গরু ছুটছিল দ্রুত

 

 

সূত্র- প্রথম আলো,প্রকাশ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

আমাদের সাবস্ক্রাইব করুন
Please log in to share your opinion

Related Posts

আমাদের সাবস্ক্রাইব করুন