বলিউডের কুইন ছবিতে কঙ্গনা রানাউতের কথা মনে আছে? পাশ্চাত্যের দেশে দাপিয়ে বেড়াচ্ছে একা নির্ভীক একটা মেয়ে। একা দুনিয়া দেখার নেশা তাকে পেয়ে বসেছে।ছবিটা দেখতে দেখতে আপনারও কি কখনও এরকম একা কোথাও ঘুরতে যেতে ইচ্ছে হয় না? যেখানে শুধুই নিজের সঙ্গে একা থাকবেন। কিন্তু সমাজ কি বলবে বা নিরাপত্তার কথা ভেবে অনেক মেয়েই সলো ট্রিপ বা একলা ভ্রমণের স্বপ্ন বিসর্জন দেন। তবে একটু সচেতন হলেই আরাম করে আপনি একা বেড়ানোর শখটা পূরণ করতে পারবেন। জেনে নিন কোন কোন বিষয়ে একটু সচেতন থাকা দরকার।
(১) ঘুরতে গেলে সবসময় ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয় না। তখন ভাড়ার গাড়ি বা ট্যাক্সি ক্যাবের ওপর ভরসা করতে হয়। উবার বা স্খানীয় লোকাল অ্যাপ যেমন উবার (বাংলাদেশ) ওলা (ইন্ডিয়া) ব্যবহার করে গাড়ি ভাড়া করলে ড্রাইভারের ফোন নম্বর, লাইসেন্স ইত্যাদি জিনিসগুলি জেনে নিন। গাড়িতে ওঠার আগে গাড়ির নম্বরের ছবি তুলে রাখুন মোবাইলে। আর গন্তব্যে পৌঁছানো পর্যন্ত গুগল ম্যাপ চালু রাখুন।
(২) হোটেলে গিয়েই রিসেপশনের ফোন নম্বর জেনে নিন। হোটেল রুমে ঢুকে দেখে নিন কোনও গোপন ক্যামেরা আছে কি না। ক্যামেরা থাকলে ফোনের নেটওয়ার্কে সমস্যা দেখা দেবে।কোনও সংশয় থাকলে বিবাদ না বাড়িয়ে হোটেল থেকে বেরিয়ে আসুন।
(৩) একা বেড়াতে গিয়ে মদ্যপান করার অভ্যাস থাকলে কিংবা শখের বসে পান না করাই ভাল। কারণ যদি তা মাত্রা ছাড়িয়ে যায়, তাহলে আপনি বিপদে পড়তে পারেন। তবে যদি মনে করেন অল্প করে খাবেন, তা হলে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন। পান করার সময় নিজের বোতল বা গ্লাসের দিকে সতর্ক দৃষ্টি রাখুন।কেউ যেন কিছু মিশিয়ে না দিতে পারে।
(৪) বেড়াতে গিয়ে নতুন বন্ধুত্ব তৈরি হল? তাঁকে বিশেষ ভরসা করবেন না যেন! আর একান্তই তাঁর সঙ্গে কোথাও যদি যেতে হয়, পরিবারের কাউকে নিজের লাইভ লোকেশন শেয়ার করে দিন।
(৫) দামি গয়না বা ঘড়ি পরে একা বেড়াতে যাবে না। সঙ্গে বেশি টাকা না রেখে অনলাইন পেমেন্ট বা ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করার চেষ্টা করুন।
(৬) একা বেড়াতে গেলে স্থানীয় পুলিশ স্টেশনের নম্বর জেনে নিন। সেই সঙ্গে একটি পাওয়ার ব্যাঙ্ক রাখুন, যাতে মোবাইলে যে কোনও সময়ে চার্জ দিতে পারেন।
তবে ওপরের লেখায় মেয়েদের কথা উল্লেখ করলেও নিরাপত্তার খাতিরে নারী-পুরুষ সবাই তা মেনে চলতে পারেন। তবেই ভ্রমণ হবে আনন্দময় ও নিরাপদ।