একঘর বসতির দ্বীপ

ট্রাভেলগবিডি ডেস্ক

দ্বীপ শব্দটি শুনলে আমাদের মনে আসে দীগন্ত বিস্তৃত সমুদ্রের মাঝে পাল তোলা নৌকার মতো ভেসে থাকা কোন ভূখন্ড। পৃথিবীর সাগর-মহাসাগরে অসংখ্য দ্বীপের দেখা যায়। এগুলোর কোন কোনটি আয়তনে বিশাল। আবার কোনটির আয়তন মাত্র কয়েক শত বর্গফুট। হাব আইল্যান্ড তেমন ছোট একটি দ্বীপ। সম্প্রতি দ্বীপটি সিসিলি ‘বিশপ রক’কে হারিয়ে সবচেয়ে ছোট দ্বীপের তকমা পেয়েছে। দ্বীপটির অবস্থান যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের সেন্ট লরেন্স নদীতে। আয়তন মাত্র ৩৩ শত বর্গফুট। অর্থাৎ ঢাকার অভিজাত এলাকার একটি ফ্লাটের মত। ১৯৫০ সালে এই দ্বীপটি কিনেছিলেন সাইজল্যান্ড নামের যুক্তরাষ্ট্রের এক ধনাঢ্য পরিবার। নিতান্ত শখের বসে অবকাশ কাটানোর জন্য কেনা এই দ্বীপটি যে একসময় পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র দ্বীপের তকমা পেয়ে যাবে, ভ্রমণকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে এটা হয়ত ভাবেনি সাইজল্যান্ড পরিবার।

 তবে ছোট্ট এই দ্বীপটিকে দ্বীপের মর্যাদা দিতে সাইজল্যান্ড পরিবারকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। কারণ দ্বীপের মর্যদা পেতে হলে কোন স্থলভাগের চারপাশে পানি বেষ্টিত ভূমি, পানির ওপর এক বছর অবধি ভাসমান অবস্থা, এবং গাছ থাকতে হবে। এই তিনটি বৈশিষ্ট্যের অধিকারী হলেই কেবল একটি স্থলভাগ দ্বীপ হতে পারে। প্রথম দুটি থাকলেও এখানে গাছ ছিল না। বেশ কাঠ-খড় পুড়িয়ে ছোট্ট এই দ্বীপটিতে সাইজল্যান্ড পরিবার গাছ লাগাতে সক্ষম হয়।  বর্তমানে এটি যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ঘুরতে আসা পর্যটকদের নিকট বেশ আকর্ষণীয়। নির্দিষ্ট নিয়ম মেনে যে কেউ চাইলে এই দ্বীপে ঘুরে আসতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

আমাদের সাবস্ক্রাইব করুন
Please log in to share your opinion

Related Posts

আমাদের সাবস্ক্রাইব করুন